২০০৭ সালে ক্লাসে ফিনান্সিয়াল ইনষ্টিটিউশন এন্ড মার্কেটস পড়ানোর সময় মহিউদ্দিন (MOA ) স্যার বলছিলেন ঢাকা আর ১০-১৫ বছরের মধ্যে দিল্লী, নিউ ইয়র্ক আর লন্ডনের মত হয়ে যাবে।এর মানে এই না যে - অর্থনৈতিক ভাবে আমরা ওদের কাছে পৌঁছব। দিল্লী আম-ইন্ডিয়ানদের কাছে যা, নিউ ইয়র্ক আম-আমেরিকানদের কাছে যা আর লন্ডন আম-ব্রিটিশদের কাছে যা, ঢাকাও আম-বাংলাদেশীদের কাছে তা হয়ে যাবে। লিভিং-কস্ট বেড়ে এমন পর্যায় চলে যাবে যে শুধুমাত্র সমাজের উচ্চবিত্তরা এই সিটিতে খেয়ে-পড়ে, কোনো আর্থিক সমস্যা ছাড়া ভবিষ্যত গড়তে পারবে। বাকি সব ঢাকার বাহিরে চলে যেতে বাধ্য হবে।
আজকে সিএনজি তে আসার সময় - সিএনজি ড্রাইভার বলছিল সে ঢাকায় এসেছিল ২০০১ সালে। তখন রুম ভাড়া দিত মাসে ৫০০ টাকা। এখন সেই একই রুমের ভাড়া বেড়ে হয়েছে ৩৭০০ টাকা। তারমানে তার শুধু বাসা ভাড়ায় খরচ বেড়েছে ৬৪০%।
আয় সেই অনুপাতের ধারে কাছেও নাই। একটা মাত্র বাচ্চা। দেশের জমি-জমা সব বিক্রি করে চলে এসেছে। ফেরত যাবার মত জায়গা নাই। কিন্তু ঢাকায়ও বেশিদিন থাকতে পারবেনা। থাকার সব উপায় বন্ধ। যাবার উপায়ও বন্ধ। একই ধরনের সমস্যায় আছে আমাদের বাসার কাছের মাঝারি ধরনের দোকানের মালিকরা। তারাও দেশের বাড়িতে ফিরে যাবার চিন্তায় আছে। অফিসের থার্ড-পার্টি ক্লীনার তার পরিবারকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে।
এটা হচ্ছে একক/ব্যক্তিগত ক্ষেত্রে এ শহরের মধ্যবিত্ত আর নিম্নবিত্তের জীবন-জীবিকার সমস্যা।
যদি আমরা একটু সামগ্রিক ভাবে চিন্তা করি। ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, ব্রিটেন হোক কিংবা মালয়েশিয়া হোক - সব দেশই তাদের অর্থনৈতিক/ব্যবসায়িক/প্রশাসনিক কেন্দ্রগুলোকে বিভিন্ন শহরে ভাগ করে দিয়েছে। ওই শহরগুলোর চারিপাশে আবার গড়ে উঠেছে বিভিন্ন ধরনের আয়ের উত্স। এক দিকে, এক-দুটা শহরের উপর চাপ কমে গিয়েছে; অন্যদিকে যাদের সাধ্য নেই এসব অতি-খরচ ওয়ালা জায়গায় থাকতে, তারা অন্য জায়গায় গিয়ে নিজেদের জীবন পার করতে পারছে।
আর আমাদের এ হতভাগা দেশ? ইনফ্রাস্ট্রাকচারেরই নাই খবর - আর অন্য শহর হবে হাব! এক সেতু নির্মানের কোটি কোটি টাকার প্ল্যান দুর্নীতির কারণে লাপাত্তা হয়ে যায়। টেন্ডারবাজিতে আর চাঁদাবাজিতে রিসোর্সের ৫০% এর উপরে নষ্ট হয়ে যায়।সিডর আর আয়লার জন্য আসা অর্থ-সামগ্রী গ্রামের প্রভাবশালী/ক্ষমতাসীন দলের লোকজনের কাছে চলে যায় - যার ফলে ভিকটিমদের এখনো খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে আর তিনারা ১তলা থেকে ২তলায় উঠছেন; এদেশের গার্ডিয়ানদের অসীম অবদানের মধ্য দিয়ে তৈরী হচ্ছে একটা ভ্যাকুম - যা শক্ত হাতে ফিরিয়ে না আনলে একটা ক্যাটাসট্রফিতে পরিনত হবে খুব শীঘ্রই। আর এর ভিক্টিম হতে যাচ্ছে কোটি কোটি মানুষ।
এদেশের ক্ষমতাবান আর উচ্চ/উচ্চ-মধ্যবিত্তদেরও একটু এলার্ম দিলে ভালো হত। সব চেতনা অন্তরে নিয়ে, মাথার চিন্তা বের করে - নিজেদের জগতকে যথেষ্ট মনে করে এগিয়ে যাচ্ছে। চলছে - চলবে। কতদিন এভাবে চলবে এটার কোনো চিন্তা থাকেনা। এখন আমরা যারা মনে করছি আমাদের নিজেদের আয়ের অনুপাত ঠিক আছে, তারা আরেকবার একটু চিন্তা করি। কয়দিন পর - কম দামে পাওয়া এসব মজুর, ড্রাইভার, মুদির দোকান আর গাউসিয়া যখন উঠে যেতে বাধ্য হবে, তখন আমরা কয়জন পারব সামাল দিতে?
আর এরকম অসমতা যদি বাড়তেই থাকে - তাহলে চার্লস ডিকেন্স এর 'আ টেল অফ টু সিটিস' এর আম-জনতার যেই ক্ষোভ/জনরোষ তৈরী হতে টাইম লাগবেনা। যারা রিয়ালিটির সাথে পরিচিত, তারা বুঝবেন - সেই প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।সংখ্যার দিক দিয়ে উচ্চ/উচ্চ-মধ্য বিত্তরা খুবই কম। And Madame Defarge is getting ready.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন