বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪

2nd Generation

নানী-দাদী-নানা-দাদা... 

মাঝে মাঝে মনে হয় - বাপ মা'দের তুলনায় এদের ভালবাসা কি কোনো অংশে কম থাকে? 

উল্টা বাপ-মা'দের মধ্যে যেই শাসন করার কঠোরতা থাকে - তাদের মধ্যে তাও থাকেনা। বোনাস ভালবাসা। ঠিক যেই কারণগুলার জন্য ছেলেমেয়েদের মাইর লাগাতে ভুলে নাই - আজকাল সেই এক'ই দোষে নাতীকে বকা দেয়াও দোষ হয়ে যায় তাদের চোখে। নাতী কি খেতে ভালবাসে, কি করলে হাসবে, কি করলে কাঁদবে না - হাজার জিনিস বিবেচনা করে এখন তারা দিন পার করছে। নাঁচতে বললেও - তাই করবে। সাদা-কালো হয়ে যাওয়া চুল/দাড়ি নিয়ে তখন নাঁচতে মনে হয় দুনিয়ার সব সুখ... 
রান্না-ঘরে ঢুকে সব তছনছ করে ফেললে - সেটা দেখে দাঁড়িয়ে হাসবে।মনে হবে কমেডি হচ্ছে। সুরা'র কোনো একটা অংশ সামান্য উচ্চারণ করে ফেললে - ফোন দিয়ে এনাউন্স করবে। কোনো মানুষের চোখ লাগলো কিনা - সেজন্য দুয়া পরে ফু দিতে থাকবে। দেশের বাহিরে থাকলে - কান্না-কাটি; দেখতে না পারার বেদনা... 

যেই কোলে আড়াই যুগ আগে ছেলে-মেয়েকে নিয়ে বসে থাকত - সেই কোল আজকে দখল করে ফেলছে পরের জেনেরেশন। 

শুধু একটা জেনেরেশনকে পেলে মানুষ করে তারা ক্ষ্যান্ত দেয়না - পরের জেনেরেশনকেও পালছে।
সেজন্য মনে হয় - যখন সে শিখবে 'রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাঘিরা', তখন ইনশা ল্লাহ বলে দিব ওই দুয়া শুধু বাপ-মা'র জন্য না - ওই বাকি ৪ জনকেও যেন সামিল করে। 
😊

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন