বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

১৯৭১ - হীনমন্যতা আর তাকে পুঁজি করে চেতনা ব্যবসা

কিছু মানুষের গাঁধার মত প্রশ্ন/মন্তব্য করা দেখে চোখ কপালে ওঠে...

এদেশ শুধু তোমাদের, না? যুদ্ধ করেছে শুধু তোমাদের বাপ -চাচা- মামারা, না? পাকবাহিনীর হাতে খুন হয়েছেন শুধু তোমাদের আত্মীয় স্বজন, না? দেশপ্রেমিক আর রাজাকার ডিফাইন করতে যখন তোমরা আসছ আমাদের সামনে - তখন কি ভেবে আসো? আমরা কি ভিনদেশী যে আমাদের ইতিহাস তোমাদের কাছ থেকে শিখতে হবে? ব্যাসিক মানবিকতার দিক গুলো আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাতে হবে? দেশপ্রেমের কপিরাইট নিজেদের করে নেওয়া তোমাদের প্যাট্রিয়টিক ডিউটি, না? কে দিয়েছে এই অধিকার? 

শিক্ষার উদ্যেশ্য হলো কোনো একটা জিনিস unlearn করে relearn করা... সেটা সহজে করা যায় একদম শিক্ষা নাই যাদের, তাদেরকে। 

এদেশে যদি ৩০ লক্ষ লোক প্রাণ দিয়ে থাকে - তাহলে দেশের প্রতিটা ঘরে তাদের উত্তরসুরী আছে। তোমাদের চৌদ্দগুষ্টি ছাড়াও বাংলাদেশের বাকি মানুষও যুদ্ধ দেখেছে। Relearn করানোর প্রয়োজন পরেনা। 

এদেশের 'অতি শিক্ষিত' বেশিরভাগ মানুষ ২টি গ্রুপে ভাগ হয়েছে - ১। যারা নিজেদের relearn কে খুব cheap করে দিয়েছে ২। যারা দেশের ইতিহাসকে আর কিছু ক্ষেত্রে নিজেদের অবদানকে প্রতিনিয়ত এক্সপ্লয়েট করে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে তা medieval piracy এর থেকেও নিম্ন! 

আর অল্প কিছু লোক আছে তৃতীয় এক গ্রুপে - যারা self-less, self-confident ও patriot. 

সবার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ৭১এ অবদানের ইতিহাস আছে। 

১নং এ যারা আছে vulnerability দূর করা দরকার। আর ২নং এ যারা আছে, তারা ওই তৃতীয় গ্রুপ থেকে সতর্ক থেকো !

গেরিলা আর ব্যাসটারড-চাইল্ড এর ভিকটিম সেজে অন্যকে ভিলেন সাজাতে গেলে - ট্র্যাপ-এ পড়তে পারো। কারণ ভিকটিম কিন্তু সব ঘরেই আছে!